জীবন নামের রেলগাড়িটা
থামে স্টেশনে,
একটু খানি থেমে আবার
যাত্রা শুরু করে ।

কেহ নামে কেহ উঠে
একটুখানির জন্য,
জীবনবোধের ইতিহাস
মানব জীবনে শূন্য।

স্টেশনে নেমে কেউ
করে কেনাকাটা,
রেলগাড়িটি আসলে আবার
সব ছেড়ে যায় সেথা ।

রেলগাড়িটির যাত্রা পথে
পরিচয়  অনেকের সাথে ,
কেউবা নামে তাড়াতাড়ি
কেউবা অনেক দূর ছাড়ি ।

জীবনটা ঠিক রেলগাড়ির মত
আসবে অনেক বাঁধা,
সবকিছু পার করিয়ে যাবে
হৃদয় যাদের সাদা।