এক টুকরো কালো মেঘ ,
অঝোর বৃষ্টি !
দুচোখে অঝোর ধারা,
শ্রাবণ নিরুপায় ।
বিষন্ন হৃদয়ে,
কষ্টের চাপা কান্না !
মনের উদাসীনতা ,
নাকি বিষন্নতা ?
সুখগুলো সাদা ,
মেঘের ন্যায় !
উড়তে থাকে ,
অসীম আকাশে।
কালো মেঘ এসে,
ছেয়ে যায় অন্তরীক্ষ!
অসীম আকাশ যেন ,
অন্ধকারে নিমজ্জিত।
এক টুকরো আশা,
আনন্দধারা যেখানে ক্ষীণ !
কষ্ট যেন এক খন্ড বরফ টুকরো,
জীবন মানেই কষ্টের আরাধনা ।
বজলুর রশীদ ২৫/০২/২৩