ওহে বিদ্রোহী তোমরা জাগো ,জাগো
যুদ্ধ কর, শাসন রুখো, শেকল ভাঙ,
কিভাবে লড়তে হবে দেখাও এবার
মুক্তির মন্ত্র নিয়ে এগিয়ে চলো !
আগুন হয়ে জ্বলো এবার
অত্যাচার তিমিরের প্রহরী হও,
বজ্রকন্ঠে ওঠো গর্জে,
আমরা চির বিদ্রোহী,
আমরা করব জয় ।
চিত্ত রণাঙ্গন,হৃদয়ে ব্যথার গানে,
নব দিনের স্বপ্ন বুনো,জয়-নিশান তানে,
সরিয়ে পাথর ,সব বাঁধ ভেঙে,
জাগো বিদ্রোহী, উঠো জেগে ।
দিগন্তের রক্তিম সূর্য, জ্বলছে কঠিন সুরে,
তাইতো বলি, বিদ্রোহী হও ,মাথা উঁচু করে,
অন্যায়ের বিরুদ্ধে ,জাগো মানবতা,
জাগো বিদ্রোহী,একত্রে লড়বো সেথা ।
জাগো বিদ্রোহী
মোঃ বজলুর রশীদ
৯/৭/২৪
জলঢাকা, নীলফামারী ।