শহীদ পরিবারে জন্ম আপনার
তাই গর্ব বোধ করি,
মুক্তিযুদ্ধের সময় নির্মম
ঘটনাগুলি আমরা সকলে জানি ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের
অধ্যাপক ছিলেন দীর্ঘকাল,
লেখালেখি ছিল আপনার
মনের মধ্যে কি বলব আর।
বাংলা উপন্যাসে আপনি
উজ্জ্বল নক্ষত্র,
অনেক টিভি নাটক লিখে
করছেন মোদের ধন্য।
কোথাও কেউ নেই নাটক
লিখেছিলেন বিটিভির জন্য,
বাকের ভাইয়ের চরিত্রটি
মোরা স্মরণ করে হই ধন্য।
সিনেমাতেও অবদান
রেখেছ অনেক খানি,
শঙ্খনীল কারাগার থেকে
ঘেটুপুত্র কমলা আমরা জানি।
হিমু ,মিসির আলী ,শুভ্র
আপনার সৃষ্টি এই চরিত্রগুলি,
বাংলার যুবক-যুবতীরা
এখনো পড়ে এই উপন্যাসগুলি ।