তুমি হৃদয়ের বুলি
সৌন্দর্যের অপরূপতা,
তুমি নীরব স্বপ্ন
দেখার আকুলতা।

তুমি শীতের কোমল তাপ
বসন্তের হাওয়া,
তুমি গগনে নীলিমায় নীল
রঙিন মেঘে আঁকা।

তুমি ভোরের শিশির
দিনের প্রথম রবি,
তুমি শরতের মেঘ
গহীন চিত্তের প্রতিচ্ছবি।

তুমি তটিনীর ঢেউ
কাশফুলের ছোঁয়া,
তুমি তিমির আলো
রাতে জ্বলে উঠা তারা।

তুমি হৃদয়ের আয়না
অন্ধ আলোয় দৃষ্টি,
তুমি চাঁদের আলো
বাদল দিনের বৃষ্টি ।

তুমি গরমের শীতল বাতাস
উষ্ণতার মৃদু আলিঙ্গন,
তুনি অরণ্যের নীরবতা
পাহাড়ের ঝর্ণার প্রতিফলন ।

তুমি আমার কবিতার খাতা
প্রতিটি লাইনের ছন্দ,
তুমি স্মৃতিতে ভরা
আমার শরীরের অঙ্গ ।
















হৃদয়ের কথা
মোঃ বজলুর রশীদ
০২/১০/২০২৪
জলঢাকা, নীলফামারী।