তোমার বক্ষ:স্থলে যে পুস্তকটি রয়েছে,
সেটি অনেকটা ধোঁয়াটে,
কিছুটা সাদা সুধাকরের মত দেখতে !

পাঠ করতে বেশ কষ্ট হয়'
যে লেখাগুলো মুদ্রিত,
সেগুলো অতটা স্পষ্ট নয় ,
যেটুকু বোঝা যায় তাতে আমার পক্ষে ,
পাঠ উদ্ধার করা কষ্টদায়ক !

তোমার বক্ষ:স্থলের পুস্তকটি হয়তো,
আমার আয়ত্ত করা সম্ভব নয়,
তারপরও হায়ারোগ্লিফিকের মত যদি,
কোন এক সময় পাঠ উদ্ধার করতে পারি,
সেই আশায় সময় ক্ষেপণ করা ...






বজলুর রশীদ
১৯/০৯/২০২৩
জলঢাকা, নীলফামারী ।