হিজাব যেন চাঁদের আলো,
রহমতের এক চাদর,
নবীর শিক্ষা, জান্নাতি পথে,
জ্ঞানের পরশ-অম্বর।
লজ্জা স্থান হেফাজত কর,
তাওহিদের এক গান,
ইহকাল-পরকাল জুড়িয়া
রবে হিজাবের সম্মান।
যে দৃষ্টি যায় পাপের পথে,
সে দৃষ্টি হবে ক্ষয়,
হিজাব যার ঢাল হয়েছে,
তার হৃদয়ে নেই ভয়।
ফেরেশতারা দোয়া করে,
রহমতের বারতা,
শালীনতার গৌরবে ভরে
আসমান ও ধরিতা।
হিজাব হলো ইজ্জতের নূর,
পর্দায় আছে মান,
মায়ের দোয়া, নবীর আদেশ,
জান্নাতেরই দান।
যারা বলে বন্দিশ এটি,
বুঝে না তারা সত্য,
হিজাবের মাঝে লুকিয়ে আছে
নারীর মুক্তি-মহত্ত্ব।
ওগো বোন! হিজাব ধরো,
ভয় পেও না আর,
ইসলামের এই আলোর পথে
পাবে শান্তির দ্বার!