কার্তিক - অগ্রহায়ণ  আসিয়াছে জানি
ভরেছে সেই চিরচেনা ফসলি জমি,
হলুদ আভায় ছড়িয়া পড়েছে আজ
দিগন্তজোড়া ফসলের সাজ ।

কুয়াশায় আচ্ছন্ন চারদিক আদ্রতা
দিগন্ত জোরা ধানের ক্ষেতে স্নিগ্ধতা,
রুপসী সোনার বাংলা চিরচেনা  আজ
কৃষকের  মুখে সোনালী  হাসির সাজ ।

পাকা ধান কাটার সময় এসেছে যখন
বাংলার ঘরে ঘরে আনন্দ এখন,
শোভা দেখ কৃষকের আজ হৃদয়ে
সকলের মন আনন্দে ওঠে ভরে।


নতুন ফসল উঠেছে কৃষকের তরে
পিঠাপুলির আয়োজন তাদের ঘরে,
নবান্ন এসেছে জেগেছে উৎসব
বাংলার রূপ আসিয়াছে ফিরে চারিদিক কলরব।

কৃষকের মন আনন্দে আত্মহারা
নতুন ধানে গোলা  ভরাবে তারা,
বহে হেমন্তের মৃদুমন্দ বাতাস
কৃষকের কেটে যায় দুঃখ - হতাশ ।

ঘরে ঘরে ধানের মৌ মৌ গন্ধের ছড়াছড়ি,
কিষান কিষানীর প্রাণ স্বর্গে সুখে যায় ভরি ।
নবান্ন হল হেমন্তে বাঙালির সংস্কৃতিক প্রাণ,
বারো মাসে তেরো পার্বণ যেন বাঙালির বন্ধন ।

















বজলুর রশীদ
১৮/১১/২৩
জলঢাকা,নীলফামারী