গগনে কালো মেঘ ঘন জলরাশি,
টিনের চালে বৃষ্টির ঝুমঝুম শব্দ শুনি !
শর্বরী তিমির ঝিঁঝি পোকার ডাক,
কখনো ঝিরিঝিরি বৃষ্টি,কখনো ঝুম বৃষ্টির হাঁক ।

গ্রামের চতুর্দিক খাল-বিল ভরে যায় জলে,
হাটু পানিতে ছোট ছেলেমেয়ে আনন্দে নাচে!
দিগন্ত বিস্তৃত জলরাশি সমস্ত লোক বসতিতে
মনে হয় একেকটা ছোট দ্বীপ সমুদয় পল্লীতে ।

গ্রীষ্মে রবির উষ্ণতায়  শুষ্ক হয়ে যায় মাটি
বর্ষায় বৃষ্টির পানিতে নরম হয় ফসলি জমি!
কচি ধান গাছ  উকি মারে ভরা  জলরাশিতে,
কৃষকেরা খুশি মনে ফসল ফলান জমিতে।

গ্রামের মেয়েরা সকলে বসে সুই–সুতা নিয়ে ,
নকশিকাঁথায় হরেক রকমের নকশা করবে সবে!
ছোট শিশুরা কাগজের নৌকা ভাসায় জলে,
বৃষ্টিতে কলা গাছের ভেলা বানিয়ে জলে নামে ।

বর্ষাকালে ফুলের সৌন্দর্য  অভিভূত করে প্রকৃতি,
বর্ষার ফুল শাপলা- কদম  আকৃষ্ট করে সবার দৃষ্টি!
ফুল স্বতন্ত্র সৌন্দর্য বিলিয়ে দেয় সবার মাঝে,
ফুলের জননী যেন বর্ষা ঋতু রেখো মনে ।


বজলুর রশীদ
 ২৪/০৯/২০২৩
জলঢাকা, নীলফামারী ।