প্রেম-প্রীতি ভালবাসা
সবে অচিন পাখি!
মনুস্য সেরা জীব
খোলো তব আখিঁ ।
বিদ্যা থাকলে বিদ্বান হয়
সর্বলোকে কয় !
জ্ঞানের খোঁজে
বিদ্ধানরা সর্ব পৃথিবীময় ।
আছে যত মুনি ঋষি, কবি, বিজ্ঞানী
সবাই জ্ঞানী আমরা জানি!
বিদ্যা ছাড়াও জ্ঞানী হয়
মহামানব তাদের মানি।
ঋষি মুনিঋষি আছে
যত এই ধরণীতে !
জ্ঞানী হয়েছে তারা
বল তবে কিসে ?
তপস্যা ধ্যানে মানুষ
জ্ঞানী যদি হয়!
বল তবে তোমরা
বিদ্বান কারে কয় ?
বিদ্বান হওয়া সহজ কথা
জ্ঞানী হওয়া নয় !
স্রষ্টা যাদের জ্ঞান দেন
জ্ঞানী তারা হয় ।
বজলুর রশীদ
২৭/১১/২৩
জলঢাকা, নীলফামারী