বৃষ্টির পূর্ণিমায় পাখিরা
ছড়িয়ে দিল আভা,
সূর্যের আলোয় জলকণা,
ফুটিয়ে তোলে রংধনু ।

মধুর প্রেমে মাধবী
হৃদয় খুঁজে পায়,
সুন্দর স্বপ্নে প্রাণের
রঙিন আবাসন।

বাতাসে খেলা,
মেঘের গুঞ্জন,
চারিদিকে শুধু 
সূর্যের আলো ঝলমল।

প্রকৃতির রঙিন
গ্রীষ্মকালের  নাচ,
চারিদিকে আম
কাঁঠালের মেলা ।

বৈশাখ ও জ্যৈষ্ঠ  ,
শুধুই গ্রীষ্মকাল
প্রচন্ড তাপে উত্তপ্ত 
নদী  ভূমি খান খান ।

পানি শুকিয়ে যায়
নদীই নাব্যতা হারায়,
জলশূণ্য মাটিতে
ধরে ফাটল চির ।





বজলুর রশীদ
             ১২/০৬/২৩