নিশীথ  রাতে  ঝড় আসে যখন
ধরণীর বুকে তান্ডব শুরু তখন,
পবনের তীব্র ঘুর্নিতে চঞ্চল সবে
গাছপালা ,ধূলিকণা ঊর্ধ্বগামী যেন তবে।

সমুদ্রের পানি উঠে আকাশ পুন্য হয়
জলের বিশাল রাশিতে মেঘ সৃষ্টি হয়,
মানুষের মনে তখন অজানা এক ভয়,
কি হবে, কোথায় যাবো অসহায় লোক কয় ।

এরপর প্রকৃতি দেখায় তার তীব্র ক্ষমতা,
লন্ডভন্ড সবকিছু নেই কোন  প্রকৃতির মমতা,
রেখে যায় ভাঙ্গা ঘর ছিন্ন বিচ্ছিন্ন টিন
আবারও আশার আলো জ্বলবে একদিন।

এটাই প্রকৃতির খেলা নির্মম নিষ্ঠুরতার
ঘূর্ণিঝড়ের সাথে লড়াই করে চেষ্টা বাঁচার
প্রাকৃতিক দুর্যোগে আমরা শিখি ধৈর্য,
আবারও উঠে নতুন আশার সূর্য।

ঝড় শেষে যখন সূর্য উঠে সবে
নতুন দিনের সূচনা হয় তবে,
ঝড়ের পর প্রকৃতি ফিরে পায় তার রূপ
সবুজের মায়ায় জড়ানো দৃশ্য অপরূপ।























ঘূর্ণিঝড়
বজলুর রশীদ
২৬/৫/২০২৪