আমি দেখেছি,
ধোঁয়ার ভিতরে হারিয়ে যাওয়া মানুষের অসংখ্য মুখ,
তাদের স্বপ্নগুলো পুড়ে যাচ্ছে সিগারেটের শেষ ছাইয়ে।
একটি শহরের ইতিকথা, বিলবোর্ডে আটকে থাকা সময়,
আর ঠোঁট কাটা হাসি ,আজ প্লাস্টিক চেয়ারে আটকে আছে ।
রাতের রাস্তায়,
এক অসহায় কবি আপন মনে কবিতা লেখে
তার ভাবনাগুলো হারিয়ে যায়
গাড়ির শব্দ আর ট্রাফিকের চিৎকারে
শহরের মেট্রোরেলে ভেসে চলে অসংখ্য দুঃখের কাহিনী।
আমি দেখেছি,
অফিস ফেরত ক্লান্ত মানুষের মৌন প্রতিবাদ
হর্নের ভিড়ে চাপা পড়ে থাকা তাদের কান্নার আওয়াজ
তাদের চোখে নেই কোন স্বপ্ন , শুধু হতাশার চিহ্ন ।
তাই আমি লিখি,
ধুলোয় ঢেকে থাকা শব্দগুলোর জন্য,
ফুটপাথের ভাঙা ইটের জন্য,
একটি ক্ষুধার্ত পথশিশুর জন্য
আমি লিখি তাদের জন্য,
যারা হারিয়ে যায়
মিথ্যে প্রতিশ্রুতির নিয়ন আলোয়।