দূর দিগন্তের পানে চেয়ে থাকি।
আকাশটা কেমন ঝাপসা লাগে।
হয়তো মেঘের কারণে, হয়তো চোখের।

হাত বাড়ালেই যেন ছুঁতে পারি—
কিন্তু পারি না।
সব কিছুই হাতের নাগালে,
দূর বহু দূরে!