দুখু মিয়া, দূঃখ করোনা
আসবে আবার সুদিন,
সময়ের হিসাব মিলে নিও
থাকবে না আর দুর্দিন।

মেঘের আড়ালে লুপ্ত
চাঁদ আবার হাসবে,
রাতের আঁধার দূর হবে
আশার রোদ্দুর আসবে।

হৃদয়ে রেখো আশা
বুকে লাগাও বল,
মেঘলা আকাশ সরে যাবে
হবে ঊষার আলোয় সকাল।

দুখু মিয়া, মনে রেখো
রাতের পর আসে দিন,
তোমার হাসির ফুলবন
ফুলে ফুলে ভরবে সেদিন।








দুখু মিয়া
মোঃ বজলুর রশীদ
জলঢাকা, নীলফামারী।