প্রেম হবে বলে আজ বকুল তলায় এসেছি,
পূর্ণিমার চাঁদ উঁকি দেয় বকুল গাছের ফাঁকে,
আকাশ পানে তাকিয়ে দেখি অসংখ্য তারা
তারারা ফিসফিস করে বলে আমায় ,
এসেছ কেন হে যুবক এই বকুলতলায় ?
আমি তো এসেছি প্রেমের খোঁজে!
প্রেম কি খুঁজে পেয়েছো হেতায়?
পাইনি ,তবে খুঁজবো তাকে মনের
জানালা দিয়ে!
পাইলে কিন্তু জানাবে আমাদের
তোমার প্রেমের গল্প শুনবো !
পাই আগে তারপর তোমাদের জানাবো
সঙ্গে প্রেমের দাওয়াত দিব,
আসবে কিন্তু দাওয়াত খেতে,
তারারা বলল অবশ্যই আসবো আগে খুঁজে পাও!
অপেক্ষা করি আবার কবে পূর্ণিমা হবে
সেই আশায়,
আমার অপেক্ষার পালা শেষে
হঠাৎ একদিন পূর্ণিমা এলো,
বকুলতলায় এসে দেখি
চাঁদের মত একটি মেয়ে দাঁড়িয়ে,
তাকিয়ে আছে আকাশ পানে
চাঁদের দিকে !
চমকে গেলাম হটাৎ করে
বললাম আমি তোমার নাম কি মেয়ে ?
মেয়েটি বলল আমার নাম চাঁদনী !
কি করে এলে তুমি বকুলতলায় ?
এসেছি আমি চাঁদনী রাতে চাঁদের সাথে!
তোমার সাথে দেখা করবো বলে,
সেই কবে থেকে তোমার জন্য অপেক্ষায় আছি!
আমি বললাম আমার জন্য,
সে বলল হ্যাঁ তোমারই জন্য
তুমি আমায় খুঁজে ছিলে
মনের জানালা দিয়ে!
তাইতো আমি অপেক্ষায় আছি
তোমার জন্য বকুল গাছের নিচে,
তুমি কিছু বকুল ফুল কুড়িয়ে দিবে,
মালা গেঁথে খোপায় পড়বো তোমার জন্য !
আমি বললাম অবশ্যই দিব ,
তোমার অপেক্ষায় ছিলাম আমি
জনম ধরে !
তুমি একটু দাড়াও
তোমাকে দেখাবো বলে
কথা দিয়েছিলাম তারাদেরকে !
তারাদের বললাম দেখবে এসো
আমার প্রেম খুজে পেয়েছি দেখবে এসো
তারারা বলল তোমার প্রেম দেখাও তবে ,
দেখে তারারা বললো ,
পূর্ণিমার চাঁদ পেয়েছো হাতে,
আগলে রাখো যত্ন করে ।
চাঁদনী রাতের রূপকথা
মোঃ বজলুর রশীদ
২৯/০৯/২০২৪
জলঢাকা, নীলফামারী ।