অনাবিল আনন্দ নিয়ে ,
কেটলির বুদবুদ শব্দে,
জাগ্রত সকালে একটি নতুন দিনের,
যখন সূচনা হয় ঠিক তখনি,
পানির উষ্ণ আলিঙ্গনে,
পাতা ছড়িয়ে কেটলিতে,
চায়ের স্বাদের অনন্য তৃষ্ণা যখন জাগে,
তুমি তখন চায়ের কাপে ,
আলতো করে চুমু দাও ,
তখন মনে হয় লালটুকটুকে লিবিস্টিক,
চায়ের কাপ শুষে নিবে!
কিন্তু চায়ের কাপ তা করেনা,
কেন করে না জানো,
চায়ের কাপ ভালোবাসা,
অনুভব করতে পারে না,
যে ভালোবাসা অনুভব করতে পারে,
সে তোমার লাল ঠোঁটের লিপিস্টিকের,
আলতো ছোয়ার স্বপ্নে বিভোর থাকে,
অধিকাংশ পুরুষ জাতি প্রেমে পড়ে,
মেয়েদের লিবিস্টিক রাঙানো ঠোঁটের,
আমিও হয়তো এর ব্যতিক্রম নই,
যখন তুমি চায়ে চুমুক দাও,
তখন আমার শরীরে ,
এক অদৃশ্য শিহরণ অনুভব হয় ।
যা শুধুই স্বপ্ন বাস্তব নয়।
বজলুর রশীদ
১০/১১/২৩
জলঢাকা,নীলফামারী