বর্ষাকালে বৃষ্টি পড়ে
রিমঝিম শব্দ করে,
ঘরের টিনে বাজনা বাজে
ঘ্যাঙর ঘাঙ ব্যাঙ ডাকে ।
নদীর জলে মাছ ভাসে
ভরা নদীতে নৌকা চলে,
লোকালয়ে হাঁটুজলে
শিশুরা সব নাচতে থাকে।
মাছ ধরতে শিশুরা নামে
পুটি টাকি ধরতে থাকে,
অল্প কিছু পেতে পারে
এই দেখে বড়রাও নামে ।
জাল নিয়ে ছুটে আসে
দু চারটা মাছ পেতে থাকে,
সবাই যখন মজা করে
বর্ষাকাল তাকেই বলে।