প্রচন্ড তাপদাহের পর,
আকাশের কোণে জমে থাকা মেঘগুলো
ভেঙে পড়ে বৃষ্টি হয়ে ,
পাখিরা ফিরে আসে নীড়ে
যেন দিনের ক্লান্তি শেষে ঘরে ফেরার তাড়া।

আবছা আলোয় আকাশে
ঘুরে বেড়ায় কালো মেঘের দল,
আকাশের বুক চিরে  অজস্র ধারায়
বৃষ্টি নেমে আসে  মাধ্যাকর্ষণের টানে ধরণীর বুকে ।

প্রকৃতি নতুন রূপে সাজে ,
মেঘের গুরু গম্ভীর গর্জনে শিউরে ওঠে অজানা ভয় , আকাশের বুকে চলে বিদ্যুতের খেলা ,
এসময় দেখা মেলে না রবির ।

শিশুরা মাঠে ছুটে বেড়ায়,
তাদের হাসিতে মিশে যায় বৃষ্টির প্রথম ফোঁটা
গ্রামের মেঠো পথগুলো কাদামাখা ,
শিশুদের পিছলে পড়ার আনন্দে চারদিক মুখরিত ।

লাঙ্গল জোয়াল হাতে নিয়ে
কৃষক ছোটে তার ক্ষেতের দিকে
ধান বুনতে থাকে মনের আনন্দে ,
বৃষ্টির ঝরঝর সুরে মিশে যায় তার হাতের স্পর্শ ।


গাছে গাছে ফোটে নানান রঙের ফুল
লতা পাতারা ফিরে পায় তার সজীবতা
কদম ফুল তার  মুখরিত সুবাস নিয়ে,
ফিরে আনে চিরচেনা বর্ষাকাল ।






বর্ষার রূপ
মোঃ বজলুর রশীদ
১০/৮/২৪
জলঢাকা, নীলফামারী।