সূর্যের কিরণে
তপ্ত বিকেলে,
উদাসীন মন আজ
তোমাকে ঘিরে !
কি জাদু আছে
ওই নীল নয়নে,
ভাবছি আমি এক
অজানা বনিতাকে !
আকাশ পানে
চেয়ে সপ্তর্ষিমণ্ডলে,
প্রশ্ন জাগে তুমি
ছিলে কি ভুবনে ?
বসুমতীর নও তুমি
নও জগত সংসারের,
তারপরেও আছো তুমি
অলীক প্রত্যক্ষণে !
তবুও ভেবে যাই
এক অজানা বনিতাকে,
আসবে কাছে সে,
বলবে কানে কানে !
আমি ছিলাম আমি আছি
থাকবো ভবিষ্যতে,
চোখ খুলে ভেবে যাই
সেই বনিতাকে !
বজলুর রশীদ
২২/০৬/২৩
জলঢাকা, নীলফামারী