প্রেমে পড়ার চল্লিশটা বছর পার করলাম,
হয়তো ভুল প্রেমে পড়েছিলাম
একটি একটি করে চল্লিশটা বসন্ত পেরিয়েছি।

তারপরও আজও কেউ যদি
আমার হাতে, হাত রাখে
হৃদয়টা কেমন যেন
অকারণে কেঁপে ওঠে।

প্রতারক প্রেমিকাদের কথা
আমি ভুলতে পারি না ,
ভুলতে পারি না
তাদের ফেলে যাওয়া স্মৃতি।

তারা যখন একবার ডাকে আমায়,
আমি সব ভুলে আবার
হাঁটি নতুন ভুলের দিকে।

তাদের একটি মিষ্টি কথা শুনলেই
আমি আবার ফিরে যাই
সেই নির্বোধ, অবুঝ ,বোকা ছেলেটিতে।

চল্লিশটা বছর পেরিয়ে গেছে
হয়তো আরো হাজার বছর যাবে,
তবু এই বোকামিটা যাবে না আর কখনো।

কারণ কিছু বোকামি জন্মগত,
আর কিছু ...
শুধু প্রেমে পড়ার।