ছয়টি গোলাপের
মাঝে চারটি গাঁদা !
গোলাপের পাপড়ির প্রতিটি ভাজে
যে কবিতাগুলো লুকিয়ে আছে,
আমি সেই কবিতাগুলো খুঁজে
বেড়াই সারাক্ষন ।
কবিতাগুলো খুঁজে পাই
৯৫ কাব্য সম্ভারে !
গোলাপীরা খোপায় গাঁদা
আর কপালে লাল টিপ
পরে ঘুরে বেড়ায়
২১ শের বই মেলায় ।