নক্ষত্রেরা আজ জ্বলছে বেহায়ার মতো,
চাঁদও উঁকি দিচ্ছে জানালার ফাঁক দিয়ে,
আমার বুকের ভেতর কাঁপন-
এক নবযৌবনের স্রোত,
এক অচিন সাগরের উত্তাল তরঙ্গ।

তুমি বসে আছো অপরাজিতার মতো,
লজ্জায় ঢেকেছে তোমার মুখ-
শাড়ির আঁচলে,
কিংবা অন্তরের অনন্ত ঘোমটায়।

আমার হাতের একটু পরশে
কেঁপে উঠলে স্নিগ্ধ শিশিরের মতো,
শরতের মৃদু বাতাসে দুলে ওঠা
কাশফুলের নরম ছোঁয়ায় ।

ভরা নদীর জলে ঢেউ তুলে
জোড়াসাঁকোর কবির মতো-
পূর্ণতা পাবে আজকের রাত
আমরা নতুন করে আবিষ্কার করব
ভালোবাসার অক্ষরগুলো?