ভালোবেসে কী লাভ?
যখন অর্থের কাছে ভালোবাসা পরাজিত
হৃদয় যখন ক্ষত-বিক্ষত,
তখন জীবন না হয় স্বপ্নহীন
তাতেই বা ক্ষতি কি?

যে ভালোবাসা একদিন
শ্বাস নিতো বুকের ভেতর,
সে আজ দূরের বাতাসে মিশে গেছে
সম্পর্কের আঁকিবুঁকি মুছে ফেলে ।

ভালোবাসা কি কখনো
নতুন ছবি আঁকতে পারে?
সুখ পাখিটা যখন
আকাশে উড়ে যায় ,
তখন প্রাপ্তির আশায় কি লাভ?

দুঃখ না হয় আমার সাথে
একটু রসিকতাই করল,
ভাগ্যে না হয় আমাকে অবহেলাই করল
তাতেই বা ক্ষতি কি?
জীবন! সেতো প্রবাহমান নদীর মত
কোন না কোন ভাবেই বয়ে যাবে !

ভালোবেসে কী লাভ?
যাকে আর ফিরিয়ে আনা যাবে না,
তাকে ভালোবাসায় বন্দি করে কি লাভ?
একটার পর একটা স্বপ্ন দেখি
যেন নিজের সঙ্গেই কথা বলি,
নিজের কাছেই অভিযোগ করি!

তবু মনে হয় আমার ভালোবাসা,
ঠিক একদিন,
বাতাসে উড়ে যাওয়া চিঠির মতো
পৌঁছাবে সেই অচেনা ঠিকানায়,
যেখানে সুখ পাখিটা পালিয়েছে।









ব্যর্থ ভালোবাসা
মোঃ বজলুর রশীদ
২৩/১০/২০২৪
জলঢাকা, নীলফামারী।