আমি একটা রাজা দেখেছি !
তার দুটি চোখ ছিল ,
সেই চোখ দিয়ে প্রজাদের
কষ্ট দেখতে পেত না ।
আমি একটা রাজা দেখেছি !
তার দুটি কান ছিল ,
সেই কান দিয়ে প্রজাদের
আর্তনাদ শুনতে পেত না ।
আমি একটা রাজা দেখেছি !
তার একটি মুখ ছিল,
সেই মুখ দিয়ে প্রজাদের
মিথ্যা প্রতিশ্রুতি দিত ।
আমি একটা রাজা দেখেছি !
তার দুটি হাত ছিল,
সেই হাত দিয়ে প্রজাদের
সাহায্য করত না ।
আমি একটা রাজা দেখেছি !
তার একটা জিব্বা ছিল,
সেই জিব্বা দিয়ে হাজার
খাবারের স্বাদ নিত ,
রাজ্যবাসী ছিল অনাহারে ।
আমি একটা রাজা দেখেছি !
তার একটা নাক ছিল,
সেই নাক দিয়ে প্রজাদের
গন্ধ শুকতে চাইতো না ।
আমি একটা রাজা দেখেছি !
তার দুটি পা ছিল,
প্রজারা সেই পায়ে
সালাম করত না ।
আমি একটা রাজা দেখেছি !
তার একটি হৃদয় ছিল ,
সেই হৃদয়ে রাজ্যবাসীর জন্য
কোন মায়া ছিল না ।