তোমার বয়স ছুঁয়েছে ছেচল্লিশ,
তবু হৃদয়ে এখনও দোলা দেয় যৌবন।
না বলা কথা লুকিয়ে আছে চোখের কোনে
ঠোঁটে মিশে আছে হাজার বছরের তৃষ্ণা ।
বয়সের হিসেব মিথ্যে মনে হয়,
তুমি এখনও সেই কিশোরীর মতো।
কাজল-চোখে লুকিয়ে থাকা আগুন
এক নিমেষে পোড়াতে পারে মন।
তোমার হাসিতে নাচে সমুদ্রের ঢেউ
চুলের আবেশে ছড়ায় মিষ্টি ঘ্রাণ।
তোমার চাহনিতে থমকে যায় সময়,
বুকের ভিতরে চিনচিন করে ব্যথা ।
তোমার সৌন্দর্যের সুধা হৃদয়ে ঝরে পড়ে
কিন্তু কখনোই বলা হয়ে ওঠেনি!
এ আকর্ষণ কি ক্ষণিকের মোহ,
নাকি হৃদয়ের গভীর অসম প্রেম?