আমি তোমার মনের বাগানে
একটুকরো গোলাপ হয়ে ফুটতে চেয়েছিলাম,
তুমি বললে, এ ফুল তো ঝরে যাবে, রেখে দাও বাহিরে ।

আমি তোমার রাতের আকাশে
একটুকরো চাঁদ হয়ে জ্বলতে চেয়েছিলাম,
তুমি বললে, এ আলো পুরনো স্মৃতি মনে করিয়ে দেয়।

আমি তোমার হৃদয়ে
মধুর সুর হয়ে বেজে উঠতে চেয়েছিলাম,
তুমি বললে, গান আমি শুনি না, শুধু নীরবতাই ভালোবাসি।

আমি তোমার চোখের
বৃষ্টিতে ফোঁটা হয়ে ঝরতে চেয়েছিলাম,
তুমি আঙুল দিয়ে মুছে দিলে, যেন  অদৃশ্য হযে যায়।

আমি তোমার আকাশের
মেঘ হতে চেয়েছিলাম,
তুমি বললে, এখন না পরে এসো, বর্ষা হলে।

আমি স্রোত হয়ে তোমাকে
ছুঁতে চেয়েছিলাম,
তুমি তীরের পাথর হয়ে দাঁড়িয়ে বললে, এখানেই থাকো আর এগোও না।

আমি উমোক্ত আকাশ হয়ে
তোমার পাশে থাকতে চেয়েছিলাম,
তুমি পর্দা টেনে বললে, তারারা দূরেই ভালো লাগে।

আমি তোমার জীবনে রোদের আলো
ছড়াতে চেয়েছিলাম,
তুমি বললে, রোদটা চোখে খুব লাগে, হালকা আলোই ভাল।

আমি তোমার সঙ্গে একটা অজানা
পথের যাত্রী হতে চেয়েছিলাম,
তুমি বললে, এই পথটা খুব দীর্ঘ,আমার সময় কম।

এভাবেই তুমি ভালোবাসো
একবার কাছে ডেকে, আবার দূরে সরিয়ে দাও
আমি অপেক্ষায় থাকি
জানালার পাশের বাতাসের মতো,
যদি একদিন তুমি খুলে দাও সব দ্বার।