অনেক কথা জমে আছে
আমার অন্তরের ভিতরে,
যেমন মেঘ জমিয়ে রাখে অনেক বৃষ্টি,
অশ্রু জমিয়ে রাখে চোখের জল,
তেমনি আমিও জমিয়ে রেখেছি
অনন্ত ভালোবাসা তোমার জন্য!
তবে আমি কি কখনো বলেছি তোমাকে?
না, কখনোই বলিনি।

অনেক কিছুই আমার বুকের
ভেতর জমে থাকলেও
কখনো তোমাকে বলতে পারিনি
যেমন বরফ জমিয়ে রাখে অনেক জল,
তেমনি আমি জমিয়ে রেখেছি অনেক কথামালা।

তোমাকে বলব বলে অপেক্ষা করি,
কিন্তু সময় থেমে হয়ে যায়, সময় পেরিয়ে যায়,
যতবার তোমাকে বলতে চেয়েছি,
ততবার সময়ের মেঘে আটকে
গেছে আমার কন্ঠস্বর।

এখনোও বলতে পারিনি কিছুই,
শুধু ভাবি, একদিন জানিয়ে দেব।
তবে তখন হয়তো সব কিছুই বদলে যাবে।