রোজ ঘরের জানালার পাশে বসি,
বাহিরে বৃষ্টি ,এক কাপ চা ,ভেজা বাতাস,
আর শহরের কোলাহল ,
সব মিলিয়ে অপেক্ষা করি,
জানিনা কিসের জন্য অপেক্ষা!
কিন্তু অপেক্ষার অভ্যাসটা এখন জীবনের অংশ হয়ে গেছে ।
প্রতিটি বিকেল মনে হয় ,
একটি অসমাপ্ত গল্পের মত ,
শেষ হতে চায় না ,
ঠিক যেন ছোট গল্পের সংজ্ঞার মতো,
শেষ হয়েও হলো না শেষ ,
অথচ থেমেও থাকে না ,
আমি জানি এই অপেক্ষার শেষে কেউ আসবে না,
তবু বসে থাকি ,
সময় ফুরিয়ে যায়,
দিন শেষে আবার রাত হয়,
হটাৎ মনে হয় কেউ আসবে একদিন,
কেউ আসবে একদিন,
ঠিক আসবে !