অন্ধকারের স্তব্ধতা ছিঁড়ে
একটি নক্ষত্র ঝরে পড়ে মহাকালের চিবুকে,
ক্লান্ত ঘুমঘোরে জেগে ওঠে পুরনো শালগাছ
তার শিরায় শিরায় নেমে আসে
অজর সন্ধ্যার রক্তাক্ত শীতলতা।

শহরের করোটিতে লেপ্টে থাকা
নিষ্প্রভ আলোর সিঁদুরে রেখা
ধুয়ে দেয় এক দুর্বোধ্য বারিধারা
নিস্তরঙ্গ রাত্রির অলিন্দে
চাঁদ এক নির্বাসিত কবির মতো
ভাসে নির্বাক, নিরুত্তর।

বাতাসের শিরায় শিরায় বয়ে চলে
নির্বাসিত শব্দের উন্মত্ত বৃত্ত,
এক ফোঁটা জ্যোৎস্না, এক বিন্দু দাহ
সমস্ত মায়া মিলিয়ে যায়,
শুধু থেকে যায় অন্ধকারের তীরবিদ্ধ প্রহর।