একই নদী দু’পারের মিলন,
একই ভাষার হৃদয়ের কম্পন ,
সীমান্তের কাঁটাতার ভেঙে,
জাগ্রত হও বাঙ্গালী
ভেঙে ফেল যত বাঁধা,
মোরা বাঙালি বাংলা মোদের ভাষা, 
বাংলার জাগ্রত হে জনতা
মনে বাঙালির ঐক্যের আশা ।

একই মোদের সংস্কৃতি
একই মোদের বুলি,
ধন্য বাংলা মায়ের কোল
সকলে একই ভাষায় কথা বলি ।

জেগেছে মোদের ভাষার প্রেম
বাংলাদেশের আলোয়
গড়ে উঠুক আশা,
সমগ্ৰ বাঙালি মোরা
মোদের বাংলা ভাষা।






আমরা বাঙালী
মোঃ বজলুর রশীদ
১৮/০৯/২০২৪
জলঢাকা, নীলফামারী।