আমি কবি হতে চাই না,
আমি শব্দের খেলার নেশায়
ভুলে যেতে চাই না পৃথিবীর সৌন্দর্য ।
শব্দের কোলাহলে হারিয়ে যায় সময়,
এমন সময় আমি চাই না।
আমি শুধু চাই এক পথিক হতে,
সারা পৃথিবী ঘুরবো পায়ে হেটে হেটে ।
বট গাছের ছায়ায় বসে
পাতার ফাঁকে সূর্য দেখবো,
গাছের ডালে বসা পাখিদের গান শুনবো।
আমি কবি হতে চাই না,
চাই না ভাবনার জগতে থাকতে
চাই না প্রেম কিংবা ব্যথার কাব্য সাজিয়ে,
তোমার কাছে প্রশংসা কুড়াতে।
আমি শুধু বলতে চাই মনের কথাগুলো,
যেভাবে নদী বলে তার বয়ে চলার কথা
যেভাবে বাতাস জানায় তার স্বাধীনতার কথা
আমি মানুষ হতে চাই, সত্যিকারের মানুষ
সত্যের মাঝে বেঁচে থাকতে চাই সারাজীবন ।