আমি যদি হতাম সাগরের ঢেউ,
তুমি হতে নির্জন বালুময় দ্বীপ।
এক নিরিবিলি সাগরের বুকে,
নারিকেল গাছের ছায়ায়,
গড়তাম এক নিরালা নীড়।
শান্ত রাতের চাঁদের আলোয়,
বালির উপর ভেসে ভেসে
হারিয়ে যেতাম আমরা দুজন,
দূর আকাশের সীমান্তে।
তোমার গায়ে আমার জলরাশি,
আমার গায়ে তোমার চিকিমিকি বালি।
চিকিমিকি বালির বুকে,
ঝিলমিলানো রাতের আকাশে
উঁকি দিত চাঁদ।
তোমার গায়ে আলতো ছোঁয়া দিতাম আমি,
বলতাম আছি পাশে তোমার ,
যতই দূরে চলে যাই আমি।
সাগরের বুকের মাঝে এক টুকরো দ্বীপ,
আমি যদি হতাম সাগরের ঢেউ,
তুমি যদি হতে আমার বালুময় দ্বীপ।