কবে শোষিত মানুষ মুক্তি পাবে ,
সুষ্ঠু সমাজ গড়ে উঠবে
থাকবে না ধনী-গরীবের,
সামান্যতম ব্যবধান
কি দিবে এর উত্তর,
কে দিবে এর সমাধান
আমি জানি না আমি জানি না ।
কবে আমলাতন্ত্র বিদায় হবে
পুঁজিবাদ নিপাত যাবে
থাকবে না সন্ত্রাস ,
থাকবে না দুর্নীতি
জনগণের নিরাপত্তা থাকবে চিরদিন,
আমি জানি না আমি জানি না ।
কবে আমরা মানুষ হবো
অস্ত্র ছেড়ে কলম ধরবো,
সন্ত্রাস মুক্ত সমাজ গড়ব
মিলেমিশে আমরা থাকবো,
নতুন বাংলা স্বপ্ন দেখবো
বিশ্বকে আমরা নাড়া দেব,
আমি জানি না আমি জানি না ।