আমি নিয়ম মানি না,
আমি ভালোবাসা মানি।
আমি সীমানা মানি না,
আমি হৃদয়ের টানই জানি।
আমি শাসন মানি না,
আমি সম্পর্ক মানি।
আমি রাজ্য মানি না,
আমি মাটির গন্ধটুকু জানি।
আমি মঞ্চ মানি না,
আমি গান মানি।
আমি বন্দিশ মানি না,
আমি উড়ন্ত স্বপ্নটাই জানি।