আমি একাত্তর দেখিনি, দেখেছি চব্বিশ
যখন জাতি বিশেষ একটি দেশের কাছে জিম্মি ,
ছাত্ররা চাকরির ক্ষেত্রে বৈষম্যের শিকার
যখন জনতার বাক স্বাধীনতা রুদ্ধ
তখন ছাত্ররা জেগে উঠেছিল,
স্বাধীন হতে, নিজের অধিকার আদায়ের জন্য।
বৈষম্য বেকারত্ব আর পরাধীনতার বিরুদ্ধে,
সেদিন দেখেছি, ছাত্রদের সাথে,
দেশের আপামর জনতা একত্র হয়ে
রাজপথ রক্তে রাঙিয়ে দিয়েছিল।
আমি একাত্তর দেখিনি, দেখেছি চব্বিশ
যখন একটি দেশ আমাদের স্বাধীনতা কেড়ে নিতে চেয়েছিল,
যে দেশটি ভেবেছিল,
এ দেশ আমার অঙ্গরাজ্য,
সেদিন দেখেছি ছাত্রদের রক্তে রাঙানো রাজপথ,
দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তির ডাক দিয়েছিল ওরা
একসাথে দাঁড়িয়েছিল সমস্ত জাতি।
আমি একাত্তর দেখিনি, দেখেছি চব্বিশ
যাদের রক্তে রাঙানো হয়েছে দেশের রাজপথ,
যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি আবার স্বাধীনতা,
তাদের স্মরণে আমরা একসাথে,
ঐক্যবদ্ধ হয়ে শপথ নিব আবার,
আর কোনো বিদেশী হাতকে শক্তিশালী হতে দেব না,
আর কোনো চক্রান্তে এই দেশকে ধ্বংস হতে দেব না।
আর কোন দেশের তাবেদারী আমরা করব না
আর কোন বিদেশী শক্তির কাছে মাথা নত করবো না
আজকে আমরা শপথ নেব,
একটি সুন্দর দেশ গড়ার।
আসুন সকলে একসাথে বলে উঠি
বিদেশি শক্তি রুখবো
সোনার বাংলা গড়বো।
আমি একাত্তর দেখিনি, দেখেছি চব্বিশ ।