সৃষ্টির সেরা জীব
তুমি দেখো বাহিরে,
সুন্দর মানুষগুলো
হয়ে যাচ্ছে ফিকে!
মূর্খতায় ভরে গেছে
আমাদের অবনিতে,
অহংকার অশান্তিতে
ডুবেছে ধরণীতে।
অকৃতজ্ঞ তোমার পরিচয়
নিজ ব্যবহারে,
নিজেকে বড় ভাবো
দেখো চারিদিকে !
সেরা জীব বলে তোমার
ভাল হবার কথা,
তা না হয়ে হয়েছো
তুমি অহংকারে সেরা !
অকৃতজ্ঞ স্বীকার করো
তোমার কৃতজ্ঞতার কথা,
সৃষ্টির সেরা জীব তুমি
বিনয়ী হবার কথা!
ভাল হও বিনয়ী হও
চলো সবার মাঝে,
নাহলে তোমার ফল
ভোগ করবে ধরণীতে।
তোমার চতুর্পাস
মূর্খতায় ঘেরা,
তাই বলি তুমি
অহমিকায় সেরা ?
সময় থাকতে তুমি
কর বন্দনা,
ক্ষমা কর প্রভু তুমি
এই মোর প্রার্থনা ।