শূন্য আকাশে হাত বাড়িয়ে দিয়েছি,
তারার আলো ছুঁইবো বলে,
একটিও তারা হাতের মুঠোয় আসেনি।

স্বপ্নের বাগান বসিয়েছিলাম মনের কোণে,
ভেবেছিলাম ফুল ফুটবে ভালোবাসার,
একটিও ফুলের গন্ধ এখনো পাইনি।

সাদা কাগজে লিখেছিলাম মনের কথা,
ভেবেছিলাম সঙ্গী হবে জীবনের পথে,
কাগজের সব শব্দ হারিয়ে গেল অতল গভীরে।

বাতাসে ভাসিয়েছি কত হৃদয়ের কথা ,
প্রতিধ্বনি হয়ে ফিরে আসেনি এখনও।
তবুও দাঁড়িয়ে আছি দুই পাহাড়ের মাঝে,
হয়তো একদিন  ফিরবে সুরের মূর্ছনায়।