সময়ের সঙ্গে তাল মিলিয়ে
চলছি মোরা যুগে যুগে,
কেমন করে বাঁচবো মোরা
নষ্ট এই সমাজ থেকে।
এই সমাজ ভরে আছে
সন্ত্রাস-দুর্নীতির রাজ্য হয়ে,
আজকের যুব সমাজ
আছে শুধু নেশায় ডুবে।
এই সমাজের বিবেক যারা
সমাজকে নিয়ে করছে খেলা,
এই সমাজের ভবিষ্যৎ
ঘুমিয়ে আছে আপন মনে।
এই সমাজের তরুণেরা মাতিয়ে
রেখেছে গানের মেলা,
এই সমাজের কেমন নীতি
বুঝি নাতো মতিগতি।
সমাজের নীতি এখন দুষ্ট
লোকের অবাক দৃষ্টি,
সমাজে হাঙ্গামা তারাই
তো করছে সৃষ্টি।
এই সমাজের পরিবর্তন
করব মোরা করি পণ,
সুন্দর সমাজ গড়ার জন্য
সবাই মিলে দেই মন।