আমার অবচেতন
মন তোমাকে লুকিয়ে
রেখেছে,
যখন বুঝতে
পেরেছি তখন তোমাকেই
খুঁজে বেড়াই ।
এখন আমার কাছে
জীবনটা অর্থহীন !
আমি বিধাতার কাছে
বারবার তোমার
ভালবাসা চেয়েছি ,
কেন আমার
প্রার্থনা শুনল না?
তোমার প্রেমে পরার
প্রতিজ্ঞা করেছি,
অবচেতন মন
কেন সারা দিচ্ছে না।
চাঁদনী রাতে চাঁদ
যখন আলো দিতে ব্যস্ত ,
আমার পৃথিবী
তখন অন্ধকারে নিমজ্জিত!
ভালোবাসার আলো
দিয়ে আমি তখনও
তোমাকে খুঁজে বেড়াই।
আমার কাল্পনিক নদীর
কিনারায়, তোমাকে
নিয়ে যখন কবিতা লিখি,
কবিতায় ভাষায় শুধু
তুমি লুকিয়ে থাক ।
তুমি আমার পৃথিবী,
আমার পৃথিবীতে
শুধু তোমার বসবাস,
আমার অবচেতন
মনে ঘুরেফিরে
আস বারবার।