ভালোবাসা একটা অচিন পাখি
যাকে বন্দি করে রাখা যায় না,
উম্মুক্ত আকাশে যার অবাধ বিচরণ
নীল আকাশে উড়ে ভালোবাসার খোঁজে !

খোলা আকাশে ডানা ঝাপটানো পাখিটি
যখন ভালবাসার খোঁজ পায়,
তখন পাখিটি  খাঁচায় বন্দি
পাখিটির চোঁখে ভালোবাসা ও ঘৃনা দুটাই আছে !

অত্যাচারের বিরুদ্ধে পাখিটি  আজ নীরবে কাঁদে
কখনো কাউকে কিছু বলতে পারে না,
শুধু সহ্য করে সে উম্মুক্ত আকাশে উড়ার আশায়
সময়ের অপেক্ষায় দিন বছর যায় ...








বজলুর রশীদ
২৮/১১/২৩
জলঢাকা,নীলফামারী