আবার দেখা হবে কোনো এক দিন
যখন সূর্য ডুবে যাবে গোধূলি বর্ণে,
বৃষ্টি শেষে রংধনুর সাতটি রঙে কিংবা
শত আলোকবর্ষ দূরে তারার জগতে।
আবার দেখা হবে,
সাহারার এক ধূসর মরু প্রান্তরে
হিমালয় শিরে বরফের মাঝে,
সাগরের সীমাহীন জলরাশির তরে কিংবা
নীলিমায় উড়ন্ত বিহঙ্গের সাথে ।
আবার দেখা হবে,
বাতাসে ভাসা শিউলি ফুলের গন্ধে
ফাল্গুনে পলাশ -শিমুলের রক্তিম সম্ভারে,
বসন্তে আমের মুকুলের সুবাসে কিংবা
হেমন্তে কৃষকের সোনালী ধানের শীষে ।
আবার দেখা হবে
কোন একদিন ঝরিতেছে জোছনা
পূর্ণিমার চাঁদ হয়ে আকাশের মাঝে কিংবা
নদীর জলে ঝিকিমিকি আলোয়
খেলা করা জোনাকির সাথে ।