বই মেলায় ৯৫ কাব্য সম্ভারের ঝান্ডা দেখ উড়ে
জিন্দাবাদ এগিয়ে চল বন্ধুরা হাতে হাত রেখে
জিগীষু নয় সম্মান চাই মোরা ক'জন বন্ধু মিলে ।
মাতাল হওয়ায় ভেসেছি মোরা ৯৫ কাব্য সম্ভার নিয়ে
শালিকের বেশে ঘুরছে ওরা বই মেলার সকল বই কিনে
তাপ কিংবা শীতল বাতাস বইছে একুশের বই মেলা
সোনার বাংলা মোদের গর্ব মাতৃভাষা যায় কি ভোলা
হেথায় মোদের জড়িয়ে আছে হৃদয়ের যত কথা
শান্ত বনে নীরবে লিখছি মোরা জীবনের কত কষ্ঠ ব্যাথা
হেনা রাঙা দশটি হাতের মোদের হৃদয়ের জীবন গাঁথা ।
বজলুর রশীদ
১০/২/২৩