চোখ আর কাঁদে না ।
প্রথম দেখেই হেসেছিল
আরও অনেকবার।
হাসি আর নেই...
তোর দিকে তাকিয়ে তাকিয়ে
জমে গেছে কালি।
তুই তো সুখেই আছিস !
তাই বুঝি ভুলে সব
নীরবে হাড়িয়ে গেলি।
কি পেলি নতুনের ঘরে ?
আমার ছিল না যা।
সুখ,
স্বপ্ন,
ভালবাসা......!