বলেছিলাম নীল হয়ো না
নীলে অনেক কষ্ট,
সহ্য করবার শক্তি নেই,
ফুঁস ফুঁস করে জ্বলে ওঠে
ছাবড়া মারা ফুসফুস ।
ছাই হয়ে উড়বে বলে নেভেনা আর ।
নিঃশেষ হবার আগেই
ধরিয়ে দেয় পচন।
আহ ! কি করুন সেই সুখ...
যেখানে পচা গলিত মাংস
দলা পাকিয়ে গন্ধ ছড়ায়।
তবুও নীলাভ সুর মাখালে গায়?
গাইলে নীলের জয়গান ?
মিশে গেলে স্বপ্নের আঁধারে ?
ছিহ !
এক ফোঁটা থুথুও কি
পড়লো না শরীরে ?