তুই যদি বাতাস হতি, মারতাম তোর গায়
হতচ্ছিরি নড়বি না, থাকবি দাঁড়িয়ে ঠায়।
রাগ কি শুধু তোর একার?
ভেবেছিস তা বাপ দাদার?
পারলে চালা কুড়াল বুকে
নিঃশ্বাসে পা ধুঁকে ধুঁকে।
লোনার ঘরের বাঁধ ভেঙ্গে বল
কার ক্ষেতে হয় চাষ?
না খেয়ে থাকলে যে তুই
আমার গলায় ফাঁস।


বিকাল- ০৫.১৪
১১ই মার্চ,২০১৪।
তাজমহল রোড, ঢাকা।