অট্টহাসিতে দিবানিশি মাতিয়েছি।
অশ্রুর কীটনাশকে প্রাণবধ তোমার।
আর আমি অবলা
নিশ্চুপে সয়ে সয়ে হয়েছি স্তব্ধ-
ক্লান্তিতে।
মৃত্যু মিলনে
মিলল সবি,
জোসনা বাগানে ভালবাসার ফুল
ফুটেছিল সবে,
ছড়াত সুখের ঘ্রাণ তবে
করতে গ্রহণ যদি।
আজ গেছে ফুল মরে
সঙ্গে তুমি,
হাজারো স্বপ্নেরা বিলাপ করে
নিশ্চুপে নিরবে শুনি।
(ভোর-০৫.৩৪ মি., ২৪/০১/১০ইং, টি-৪২,মোহাম্মদপুর,ঢাকা)