দিনের আদরে রাত্রীর চাদর।
হিংসা-বিদ্বেষে মৃত্যুও কাব্যিক।
অর্থ-পিপাসার সাহিত্যের জাগরনে
আজ
খুনে ডাকাতেরাও সাহিত্যিক।
পেটে পরে না দুবেলা দানা
দেখতে দেখতে মুচকি হাসি,
গরীব-অবলায় ছুতে মানা
তাই
সত্যগুলোই বাসী।
গল্প, কথা, হাজার কবিতা
ধুলোর স্তুপে পরে রয়,
রক্ত লীলার মানসে গড়া
সে
ডোবাবেই নিশ্চয় !
সত্যের জয় নাকি সুবিধার?
কালচে চোখের কোনে প্রশ্ন ঝরে।
লাখ পাতা লেখার ব্যবসা হলেই
দুঃস্থ সমাজ মনে পড়ে ?
ব্যবসা ছাড়া কলম চলে না
অর্থই কাব্যের ভীত ?
পঁচে যাক দেশ তাতে কি !
আজ
খুনে ডাকাতেরাও সাহিত্যিক ।