দূর্বা সবুজের গায়ে শিশির ।
হিমহিম বাতাসে স্নিগ্ধ গোলাপের পাপড়ি
ভেসে আসে অশরীরে ।
কেঁপে ওঠে হৃৎপিন্ড
আধাঁরে আলোর ছোঁয়ায় ।
স্মৃতির গন্তব্য হারানোর মোহে
দূর পাহাড় কেঁদে ওঠে-
ডুঁকরে ।
বাতাসের বন্ধ জবানে-ঘৃণা
শোধ প্রতিশোধের নেশা,
তাজা রক্তের দাগ
খুজে বেড়ায় হায়েনাদের,
নিজেদের স্বাদ
ফিরিয়ে নেবে বলে ।
ভোর আর প্রবেশ করে না দিনে।
ভয় হয়,
আবারো হাড়াবে না তো সম্মান,
লজ্জা,স্বপ্ন লুকিয়ে রেখে
গাড় কুয়াশায়,
বাচঁতে চায় স্বাধীন হয়ে
দিনের আলোয়।
নাহ্ নেই,
আজ হায়েনার দল ।
আছে যা কিছু,
হয়েছে নামের বদল ।
কান্না আর থামে না
সূর্যালোকের বিদায়ের অন্তীমে
নিঃশব্দে
ডুঁকরে...
ডুঁকরে...