🔥জহিরুল ইসলামের " তৈল " কবিতা–
পদের লোভ কার না আছে
বড় হতে কে না চায়,
কেউ বড় হয় তৈল মেরে
কেউ বা নিজ দক্ষতায় ।
নিজ দক্ষতায় যে বড় হয়
স্থায়িত্ব তার অনেক দিন,
তৈল মারা তেলচোরাদের
লাস্টিং খুবই অল্পদিন ।
ক্ষমতা ফুরিয়ে গেলেই
নেতাগিরি শেষ,
সুযোগ্য নেতৃবৃন্দের
সুনাম সারা দেশ।
রাতারাতি তৈল মেরে যারা
নেতা হতে চান,
তাদের আমি বলব আগে
যোগ্যতা কামান ।
পদ কারো বাপ-দাদার
কাওলা সম্পত্তি নয়,
দক্ষতা আর জনমতে
কামাই করতে হয় ।
যোগ্যলোককে তাঁর যোগ্যতায়
অবশ্যই পদ দাও,
দয়া করে তেল মারার
রাজনীতি কমাও।